সাহেদ ও সাবরিনা-কান্ডে সরকারের ভেতরে কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না :তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রিজেন্ট হাসপাতাল ও জেকেজি’র কর্তাব্যক্তিদের গ্রেফতারেই প্রমাণ করে অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর। অন্যদিকে শাহেদ ও সাবরিনা-কান্ডে সরকারের ভেতরে কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
স্বাস্থ্য খাতের দুর্নীতি এখন সর্বাধিক আলোচিত বিষয়। সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাইকা প্রধান হায়াকায়া জুহো সৌজন্য সাক্ষাত করেন। পরে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর। মুখোশের আড়ালে যতই অপরাধীরা মুখ লুকিয়ে রাখুক না কেন, ছাড় পাবে না কেউ ।
তিনি আরো বলেন, যে যতই ক্ষমতাশালী হোক, শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হবে, অপরাধীর কোন দলীয় পরিচয় নেই, দুর্বৃত্তের কোন দল নেই বলেও জানান সেতুমন্ত্রী।
করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে, তাই পশুরহাট এবং অন্যান্য এলাকায় সমাগম এড়িয়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জণগণের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অন্যদিকে সমসাময়িক বিষয়ে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, সাহেদদের পেছনে কারা আছে তাও খতিয়ে দেখা হবে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের আরো বেশী সতর্ক থাকা উচিৎ ছিল বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।