অনুমোদন ছাড়াই চলছে অবৈধভাবে বালু উত্তোলন
- আপডেট সময় : ১০:৩৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
ফেনীতে অনুমোদন ছাড়াই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। অবাধে বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি, আবাসন প্রকল্প ও সরকারের কৃষি বিভাগের স্কিম প্রকল্প। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। অন্যদিকে পরিবেশের উপর পড়েছে বিরুপ প্রভাব।
ফেনীতে বৈধ আটটি বালু মহালের মধ্যে তিনটি বালু মহাল দীর্ঘ বছর ধরে ইজারা দেয়া হয়নি। প্রভাবশালী মহল অবৈধভাবে বালু গ্রাস করায় নদীর নাব্য, পরিবেশ ও জীববৈচিত্র্য হারাচ্ছে স্বাভাবিক ভারসাম্য। বৈধ বালু মহাল গুলোর ইজারার মেয়াদ পূর্ণ হলেও বালু তোলা থেমে নেই। এভাবে অবাধে বালু উত্তোলনের ফলে বসত বাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
নামমাত্র মুল্যে ইজারা নিয়ে ইজারার এলাকা বাদ দিয়ে জেগে ওঠা চরে দিন রাত ড্রেজার মেশিনে কাটা হচ্ছে ফসলি জমি ।
অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিলিন হচ্ছে সোনাপুর সরকারি আশ্রয়ন প্রকল্প।
নষ্ট হচ্ছে জীব-বৈচিত্র্য, জানান এ পরিবেশ কর্মী
প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও প্রভাবশালীদের অপকর্ম বন্ধ করা যায়নি। প্রকৌশলী রাশেদ শাহরিয়ার বলেন, প্রতিনিয়ত মামলা করা হচ্ছে। প্রভাবশালীদের এসব অবৈধ কর্মকান্ড বন্ধ না হলে সরকারী উন্নয়ন প্রকল্পগুলো ধ্বংস হয়ে যাবে। ফেনী জেলা প্রশাসক বলেন, সব ইউএনওদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। প্রয়োজনে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা করা
হবে।
ফেনীতে ছোট বড় মিলিয়ে প্রায় ১৫টি বালু মহাল রয়েছে। এরমধ্যে মাত্র ৮টি ইজারা দেয়া হয়।