অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে সান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ।
সকালে রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজকরা জানান, ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট গানের উৎসব ১৪ থেকে ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের সেরা লোকসংগীত শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় এ শেকড় সন্ধানী গান উৎসব । এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬ টি দেশ থেকে ২’শ জনের বেশী লোকশিল্পী উপস্থিত থাকবেন বলে জানানো হয় । দর্শকরা বিনামুল্যে অনলাইনে রেজিষ্ট্রশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিষ্ট্রশন চলবে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্ববর পর্যন্ত অনুষ্ঠানটি আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টা পর্যন্ত চলবে ।