অনুষ্ঠিত হয়ে গেলো বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা
- আপডেট সময় : ০৫:৩৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। নদীর দু’ধারে প্রায় ৫ কিলোমিটার জুড়ে নৌকাবাইচ দেখতে জড়ো হন হাজারো দর্শক। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের সাবর্বজনিন উৎসব এর প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন সবাই।
মহম্মদপুর উপজেলা ক্রীড়াসংস্থার আয়োজনে এ নৌকা বাইচকে ঘিরে শেখ হাসিনা সেতুর উপর ও নদীর দুই ধারের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ছিল দর্শকের উপস্থিতি। নৌকা বাইচ দেখতে তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এ বছর এ বাইচে অংশ নেয় ২৮টি নৌকা। বিনোদন প্রিয় মানুষ এ ধরনের নৌকা বাইচের মাধ্যমে নির্মল চিত্ত বিনোদনের সুযোগ বারবার পারে এমনটি আশা স্থানীয়দের।
বাইচ উপলক্ষে বাহারি পণ্য, খেলনা, বিভিন্ন রাইড ও হরেক রকমের মিষ্টির পসরা সাজিয়ে বসে দোকানীরা। মেলা উপভোগ করতে এখানে আসে দেশের বিভিন্ন জেলার মানুষ।
করোনা পরবর্তীতে মানুষের কর্মক্ষমতা ফিরিয়ে আনতে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা মাগুরার জেলা প্রশাসকের। আবহমান কালের ঐতিহ্য ধরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ বাইচের প্রধান আয়োজক ড. বীরেন শিকদার এমপি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।