জাতীয় যুব অনূর্ধ্ব-১৭ হ্যান্ডবল প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দ্বিতীয় জাতীয় যুব অনূর্ধ্ব-১৭ বালিকা হ্যান্ডবল প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সকালে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজন করা হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের প্রাক্তন সহ-সভাপতি ও মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ অন্যান্য কর্মকর্তারা।