অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ১৫৫ রানের হারিয়েছে টাইগার যুবারা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে প্রথমে ব্যাট করে ২৭৭ রানের বড় পুঁজি গড়ে বাংলাদেশ।
ওপেনার ইফতেখার ও প্রান্তিক নাবিল ব্যর্থ হলেও দলকে বড় সংগ্রহ এনে দেন আইচ মোল্লা। ইনিংসে সর্বোচ্চ ৮২ রান করেন তিনি। এছাড়া ৪০ রান করেন আরিফুল ইসলাম, ৩৯ রান আসে রিপন মন্ডলের ব্যাট থেকে। মাঝে বৃষ্টি হানা দিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৬ রানের। শেষ পর্যন্ত নাঈমুর, আরিফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। ১১০ রানে গুটিয়ে যায় তারা।তিন উইকেট নেন নাঈমুর। দুটি করে উইকেট নিয়েছেন আরিফুল ও আব্দুল্লাহ আল মামুন। ১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু করবে বাংলাদেশ।