অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশঃ প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। যা আওয়ামীলীগ সরকার করতে পেরেছে দেশের মানুষের ভালবাসায়।
সকালে গণভবন থেকে ভার্চূয়ালী মন্ত্রীসার বৈঠকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখন আর কেউ দেশের ইতিহাস বিকৃতি করতে পারবে না। প্রধানমন্ত্রী জানান, যখন তিনি দেশে এসেছেন তখন দেশের মানুষের ভালবাসা ও দোয়া পেয়েছেন। যার কারণেই তাদের ভাগ্য বদলাতে কাজ করতে পেরেছেন। দেশের মানুষের শক্তিই বড় শক্তি। সেই শক্তিকে সাথে নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এসময় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।