অনেক সংগ্রামের পথ পেরিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক সংগ্রামের পথ পেরিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। বাংলাদেশকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। সকালে গণভবণে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা লীগের নেত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি। এসময় আইভি রহমানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, যুব মহিলা লীগ আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। বিএনপি সন্ত্রাসীরা মহিলা লীগের নেতাকর্মীদের নির্যাতন করেছিল। এসময় কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলন করার যৌক্তিকতা নেই। সর্বজনীন পেনশন স্কিম করার জন্য সকলকে আহ্বান জানান সরকার প্রধান। বলেন, ২০০১ এ ক্ষমতায় এসে মানুষের উপর বিএনপি যে অত্যাচার করেছিল তাদের সেই জঙ্গী-সন্ত্রাসী চেহারা তুলে ধরতে হবে।