অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবার গৌরব অর্জন করেছে
- আপডেট সময় : ০১:৫৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবার গৌরব অর্জন করেছে। এই সম্মান টেকসই করতে সবাইকে নিজ নিজ কর্তব্য আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় বার্ষিক পরিকল্পনা সমন্বয়ের প্রসঙ্গ টেনে তিনি জানান, করোনার এই সংকটেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কেন্দ্রে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ৫ হাজার ৬শ ১৯ কোটি টাকার ৬টি প্রকল্প অনুমোদন। নির্দিষ্ট সময়ের মধ্যে মান বজায় রেখে উন্নয়ন প্রকল্পগুলো শেষ করার আবারো তাগিদ দেন প্রধানমন্ত্রী । একই সাথে প্রকল্পচলাকালে পরিবেশ দূষন রোধ ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।