অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর আফগান প্রেসিডেন্টের
- আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আফগানিস্তানে টানটান উত্তেজনা বিরাজ করছে। তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী কাবুল ঘিরে ফেলেছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আলী আহমদ জালালী ।
তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেছে । আফগান জনগণের ওপর কোনও প্রতিশোধ নেওয়া হবে না। কাবুল যেন শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, সেজন্য আফগান সরকারের সঙ্গে তাদের আলোচনা চলছে । সৈন্যদেরকে নির্দেশ দেয়া হয়েছে কাবুলের প্রবেশদ্বারগুলোতে অবস্থান করতে। তবে এখনই শহরে ঢোকার প্রয়োজন নেই।
এমন পরিস্থিতিতে আফগান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আলী আহমদ জালালী । ৮১ বছর বয়সী এই আলী আহমদ জালালী আফগানিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার।
দীর্ঘ ২০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের জন্য আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের মূল রণক্ষেত্র ছিল। এবার বাগরাম বিমান ঘাঁটিটি দখলে নিল তালেবান। একই সঙ্গে এর কারাগারও এখন তাদের দখলে। কাবুল ছাড়তে আগ্রহীদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে তালেবান। রাজধানীতে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের এক নেতা জানিয়েছেন, নারীদের সুরক্ষিত এলাকায় যাওয়ার অনুরোধ করা হয়েছে।