অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই দেশের ঘটনার দিকে নজর রাখার কথাও জানিয়েছে দেশটি। খবর এনডিটিভির। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘটনার দিকে নজর রাখছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দেয়ার বিষয়টি সম্পর্কে অবগত। যুক্তরাষ্ট্র মনে করে, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কারণ এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।