অন্তর্বর্তী সরকারে জায়গা পেলেন ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
অল্প কিছুক্ষণ পরই নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে কে কে জায়গা পাচ্ছেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই দেশবাসীর। বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে রেখে ১৭ সদস্যের অন্যান্যের মধ্যে জায়গা করে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মো. নাহিদ ইসলাম। তারা দু’জনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন।