অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হবে
- আপডেট সময় : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কেউ আইনের উর্ধ্বে নয় বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন অপরাধে জড়িয়ে পড়া পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা হবে। এদিকে শোকের মাস ১৫ আগস্ট ঘিরে কোন ধরনের জঙ্গি হামলার আশংকা নেই বলে জানান রেব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, সব ধরণের অপতৎপরতা রোধে আইন-শৃখলা বাহিনী কাজ করছে। জাতীয় শোক দিবস উপলক্ষে আলাদা দুই অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
সম্প্রতি চিত্র নায়িকা পরিমনীর সাথে গোয়েন্দা কর্মকর্তা গোলাম সাকলাইনের অনৈতিক সম্পর্কের ঘটনায় বিব্রতকর পরিস্থিতি পড়ে পুলিশ বাহিনী। গঠন করা হয় তদন্ত কমিটি। এরই মধ্যে সাকলাইনকে ডিবি থেকে প্রত্যাহার করা। এর রেশ না কাটতেই ফেনীর গোয়েন্দা পুলিশ একটি দল এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০ টি সোনর বার ডাকাতি করে। গ্রেফতার হয় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিন এসআই ও দুই এএসআইসহ ছয় জন।
শুক্রবার রাজধানীতে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানেপুলিশ সদস্যেদের অপরাধে জড়িত হওয়ার বিষয়ে কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সম্প্রতি যে পুলিশ সদস্য অপরাধে জড়িয়েছেন, তাদের শাস্তির আওতায় আনা হবে। দুই-একজন পুলিশ সদস্য অপরাধ করলেও ১০ বছর আগের পুলিশবাহিনীর চেয়ে বর্তমান পুলিশবাহিনীর অনেক গুণগত পরিবর্তন হয়েছে বলে জানান মন্ত্রী।
একই উপলক্ষে রাজধানীর উত্তরায় এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেন রেব মহাপরিচালক। জানান, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী আগস্ট মাসে জঙ্গিসহ বিভিন্ন গোষ্ঠী নাশকতায় তৎপর হয়ে ওঠে। যে কারণে আগস্ট মাসে বাড়তি সতর্কতা গ্রহণ করে আইনশৃখলা বাহিনী। শুধু আগস্টই নয়, বছর জুড়ে জঙ্গী দমনে রেব সক্রিয় বলেও উল্লেখ করেন মহাপরিচালক।