অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পের ঝুঁকিতে সিলেট
- আপডেট সময় : ০২:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
অপরিকল্পিত নগরায়নে ভূমিকম্পের ঝুঁকি বেড়েছে সিলেটে। ডেঞ্জার জোন চিহ্নিত হওয়ার পরও থেমে নেই বিল্ডিং কোড না মেনে ভবননির্মাণ, জলাধারভরাট। তুরস্ক ও রাশিয়ার সমমাত্রার ভূমিকম্প হলে গোটা সিলেট মৃত্যুপুরিতে পরিণত হবে বলে আশংঙ্কা বিশেষজ্ঞদের। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে প্রাকপ্রস্তুতি গ্রহণের পরামর্শ তাদের।
ভূমিকম্পের ‘ডেঞ্জারজোন’ সিলেট থেকে ২’শ কিলোমিটার দূরে ডাউকি ফল্টের অবস্থান। সক্রিয় এ ফল্টের কারণে বিভিন্ন সময়ে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ১৮৯৭ সালে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে পৌনে ৪ লাখ বর্গকিলোমিটার এলাকার দালান কোঠার ব্যাপক ক্ষতি হয়। শুধু সিলেট জেলারই ৫৪৫টি ভবন ভেঙে পড়ে। মারা যায় মানুষ।
বাংলাদেশে ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন উত্তর-পূর্বাঞ্চল সিলেটের অবস্থান। টেকটোনিক প্লেটের কিনারে অবস্থান করায় ঝুঁকির মাত্রা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসইন।
সিলেটে ৭৪ দশমিক ৪ শতাংশ ভবনই ভূমিকম্পের কথা চিন্তা না করে নির্মিত হয়েছে।সাত মাত্রার ভূমিকম্প হলেই সিলেটের ৪২ হাজার বহুতল ভবনের ৮০ শতাংশ ভেঙে পড়তে পারে আশঙ্কা সংশ্লিষ্টদের।
ভূমিকম্পে প্রয়োজনীয় পদক্ষেপ সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সিলেটে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি ও পরবর্তী উদ্ধার কাজ পরিচালনায় প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞের।
২০২১ ও ২২সালে সাত দফা ভূমিকম্পের পর ক্ষতি কমাতে ঝুঁকিপূর্ণ ২৩টি ভবনের তালিকা করে সিলেটের ৬টি বিপণি বিতান বন্ধ করে দিয়েছিলো সিলেট সিটি কপোরেশন।