অপরিপক্ক তরমুজ উচ্চমূল্যে বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা
- আপডেট সময় : ১০:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
রোজার শুরুতে অপরিপক্ক তরমুজ উচ্চমূল্যে বিক্রি করে লাভবান হন কৃষক ও আড়তদাররা। কিন্তু সেই তরমুজ ক্রয়ের পর ভালো না হওয়ায় এখন তরমজু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ক্রেতারা। ফলে বরিশাল মোকামে ট্রলার ভর্তি পাকা বড় তরমুজ এনেও দাম না পেয়ে হতাশ কৃষক ও মৌসুমী ব্যবসায়ীরা।
বরিশাল বিভাগে তরমুজের ভালো ফলনের খবরে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসেছেন তরমুজ নিতে। খালে ভিড়ানো ট্রলারে গড়ে একশ’ তরমুজ ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত দাম হাকছেন পাইকার। কৃষকের টার্গেট ১৫ থেকে ২০ হাজার টাকা।
তরমুজ কেনার পর ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে ট্রাক ভাড়া এবং পথে পথে নানা ধরনের চাঁদা দিতে হয় অভিযোগ পাইকারদের।জেলায় দিন দিন তরমুজের আবাদ বৃদ্ধি পাচ্ছে এবছর তরমুজের আবাদ হয়েছে ৯৯৫ হেক্টর জমিতে গত বছরের তুলনায় ৩০০ হেক্টর বেশি আবাদ হয়েছে। অনুকুল আবহাওয়া হওয়ার কারণে তরমুজের দাম বৃদ্ধি পাবে কৃষকরা।