অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ
- আপডেট সময় : ০২:৫৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ। আছে ছোট-বড় প্রায় দুই হাজার দ্বীপ। ভারত মহাসাগরের নীল পানিবেষ্টিত দেশটির মূল আয়ের উৎস পর্যটন। নয়নাভিরাম এই দ্বীপে প্রতিদিন ছুটে আসে হাজারো পর্যটক। আকাশ আর নীল পানির দৃষ্টি নন্দন শৈবাল দেখে মুগ্ধ করে পর্যটকরা। ২০২০ সালে ‘ওয়ার্ল্ড বেস্ট টুরিস্ট ডেসটিনেশন’ হিসেবে ভূষিত হয় দেশটি।
মহাসাগরের বুকে জেগে ওঠা ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি আর তার বুক চিড়ে ভেলার মত ভেসে থাকা ছোট ছোট দ্বীপ।
প্রায় ২ হাজার দ্বীপের এই দেশ যেন বিধাতার এক অপরূপ সৃষ্টি। যা দেখে মন ছুঁয়ে যায় যে কোন পর্যটকের। দেশটির প্রধান আয়ের উৎস পর্যটন। মূলত পানি কে কেন্দ্র করেই বিকশিত হয়েছে দেশটির পর্যটন শিল্প।
এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে হয় নৌকা স্পিডবোট কিংবা ইয়োটে চড়ে। অথবা সি প্লেন। বিশ্বসেরা যত ব্র্যান্ডেড হোটেল-রিসোর্ট আছে, তাদের প্রত্যেকেরই রিসোর্ট আছে বিচ্ছিন্ন এ দ্বীপ গুলোতে।
মালদ্বীপের সড়কগুলো ঝকঝকে। সমুদ্রসৈকতে নেই ময়লা-আবর্জনা। বাতাসে নেই ধূলোবালি। আর সমুদ্রের নীল পানি তো আছেই। এজন্যই পর্যটকদের পছন্দের দেশ মালদ্বীপ, এমনটাই জানালেন বাংলাদেশী প্রবাসীরা
বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, অসংখ্য নদী, হাওর-বাওর, বিল থাকলেও কেন পর্যটন শিল্পে পিছিয়ে তার ব্যাখ্যা দিলেন মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনার। দেশের পর্যটন শিল্প বিকাশে মালদ্বীপ থেকে শিক্ষা নেয়া যেতে পারে।