অপহরণের দশ দিন পর সাভার থেকে নয় বছরের এক শিশু উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ থেকে অপহরণের দশ দিন পর সাভার থেকে হযরত আলী নামের নয় বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়াল হাড়িভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের নয় বছরের ছেলে হযরত আলীকে অপহরণ করেন খোকন নামের এক অপহরণকারী। পরে মুঠোফোনে পরিবারের কাছে কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি কর হয়। টাকা না দিলে বা আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে শিশুকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেয়া হয়। শিশুর পরিবার খোকনকে প্রধান আসামী করে থানায় অপহরণ মামলা করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে শিশুটিকে উদ্ধার করে সাভার হাইওয়ে থানা পুলিশ।