অপ্রয়োজনীয় ইস্যূতে বিতর্ক তৈরী করছে সরকার
- আপডেট সময় : ০৬:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
অপ্রয়োজনীয় ইস্যূতে বিতর্ক তৈরী করছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকার দিকে যথাযথ গুরুত্ব না দিয়ে সরকার দেউলিয়া হয়ে জিয়ার কবর নিয়ে রাজনীতি করছে।
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিমনির একাধিক রিমান্ডের বিষয়ে উচ্চ আদালতের ব্যাখ্যা চাইলেও স্বাধীনতার অভাবে রাজনৈতিক নেতাকর্মীর বিষয়ে কোন পদক্ষেপ নিতে পারছে না বলেও জানান তিনি।
করোনা নিয়ন্ত্রণে টিকা সংগ্রহের বিষয়ে গুরুত্ব না দিয়ে সরকার দৃষ্টি সরাতে জিয়ার কবর নিয়ে রাজনীতি করছে বলেও দাবি করেন তিনি। খালেদা জিয়াকে মুক্ত না করার দায় বিএনপির স্বীকার করে গণতন্ত্রের মুক্তিতে তরুণ প্রজন্মকে উদ্ধুদ্ধ করারও আহবান জানান মির্জা ফখরুল ।
দুর্বল সরকার হওয়ায় বিচারের আওতায় না নিয়ে গুম ও খুন করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।