অফিস ফেলে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক
- আপডেট সময় : ০৪:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
অফিস ফেলে ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক। টিকিট কালোবাজারি বন্ধে দাপ্তরিক কোনো ব্যবস্থা না নিয়ে, তিনি উল্টো যাত্রীদেরই হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার এমন কাণ্ডকে আইওয়াশ বলেছেন অনেকে। টিকিট চেকিংয়ের নামে ট্রেনে যাত্রী হয়রানির এমন ঘটনায়, সোস্যাশ মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
অনলাইন কিংবা সরাসরি কাউন্টার, এমন কি পরিচিত কারো মাধ্যমেও না পেয়ে তিনগুণ বেশি দামে কালোবাজারে রাজশাহী-ঢাকা রুটের আন্তঃনগর সিল্কসিটি ট্রেনের টিকিট কেনেন একযাত্রী। এ নিয়ে ফেইসবুকে একটি স্ট্যাটাসও দেন তিনি। সেটি নজরে এলে ওই যাত্রীকে ধরতে শুক্রবার সকালে দলবল নিয়ে ট্রেনে উঠে পড়েন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুদার। এই অভিযানে মূল কালোবাজারিকে না ধরে উল্টো ভুক্তভোগী যাত্রীকেই জরিমানা করে তা ফেইসবুকে নিজেই শেয়ার করেন তিনি। জিএমের এমন কাণ্ড উত্তাপ ছড়াচ্ছে নেট দুনিয়ায়।চলন্ত ট্রেনেই পাওয়া যায় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুদারকে।
ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী যাত্রীদের মুখে মুখে এখন ট্রেনের টিকিট কালোবাজারির কথা। যাত্রীদের বেশিরভাগই বাধ্য হয়ে অতিরিক্ত দাম দিয়ে কালোবাজারেই কিনেছেন টিকিট।
তবে দুর্নীতিবিরোধী সংগঠনগুলো বলছে, জিএমের লোক দেখানো এসব কাণ্ডে কালোবাজিদের লাগাম টেনে ধরা যাবে না। এজন্য বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হবে রেলওয়ে কর্তৃপক্ষকে
রাজশাহী-ঢাকা রুটে কমবেশি সারাবছরই টিকিটের সংকট লেগেই থাকে। তবে এ সংকট মেটাতে এ রুটে অন্তত আরো এক জোড়া ট্রেনে চালুর দাবি তুলেছেন যাত্রীরা।