অবতরণের সময় নভোএয়ারের ফ্লাইটের চাকা পাংচার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় নভোএয়ারের একটি ফ্লাইটের চাকা পাংচার হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সকাল পৌনে দশটায় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। বিমানবন্দর রানওয়েতে ল্যান্ডিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। হযরত শাহ মখদুম বিমানবন্দর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দিলারা পারভীন জানান, ফ্লাইটটি অবতরণের পর যাত্রীরা নেমে গেলে পেছনের বামপাশের চাকায় ত্রুটি ধরা পড়ে। পরে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে নভোএয়ারের আরেকটি ফ্লাইটে প্রকৌশলীরা গিয়ে দুর্ঘটনাকবলিত ফ্লাইটের চাকা পরিবর্তন করেন। এদিকে এ দুর্ঘটনার কারণে নভোএয়ারের ফ্লাইটের সিডিউল বিপর্যয় ঘটেছে।