অবরুদ্ধ জনগণকে মুক্ত করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে : জিএম কাদের

- আপডেট সময় : ০৯:৪০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
অবরুদ্ধ জনগণকে মুক্ত করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পর্টির চেয়ারম্যান জিএম কাদের। যুব দিবসের আলোচনায় তিনি বলেন, মেগা প্রকল্পের নামে বিদেশে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে। মানুষের বাক স্বাধীনতা হরণের পাশাপাশি নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করেছে সরকার। আর ওবায়দুল কাদেরকে ব্যর্থ বলে মন্তব্য করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় যুব দিবসের আলোচনা সভার আয়োজন করে জাতীয় যুব সংহতি।
অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ২৫ বছরে দেশের বড় দুই দলের অনিয়ম দুর্নীতির প্রতি দেশের মানুষ বিরক্ত।
প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেন , দেশে বেকারের সংখ্যা বাড়লেও নতুন কর্মসংস্থান তৈরিতে সরকারের কোন নজর নেই।
তিনি আরো অভিযোগ করেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে দেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে সরকার।
সরকারের একনায়কতন্ত্র প্রতিহত করতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জিএম কাদের।