অবরোধের দ্বিতীয় দিনে সাভারে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা

- আপডেট সময় : ১২:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১৮০৫ বার পড়া হয়েছে
অবরোধের দ্বিতীয় দিনে সাভারে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে সাভার পুলিশ জানায়, রিমি পরিবহন নামের যাত্রীবাহী বাসটিতে একদল দুর্বৃত্ত পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাভার থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অপরদিকে বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল । এছাড়াও ঢাকার-ধামরাইয়ে বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবরোধের দ্বিতীয় দিনেও স্থবির ছিল বন্দর নগরী চট্টগ্রাম। পটিয়ায় একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেয়ার পাশপাশি বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। এদিকে অবরোধে মানুষের যান মালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে রেব ও বিজিবি।