অবরোধের শেষ দিনেও দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও আগুন
- আপডেট সময় : ০৫:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ৫ম দফা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনেও দেশের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। একইসংগে সমর্থরা নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানান। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ১৯৭ প্লাটুন বিজিবি।
খুলনায় অবরোধের সমর্থনে মিছিল করেছে খুলনা মহানগর কৃষক দল। মিছিল শেষে কৃষক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ও সদর থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। ঢাকা-ময়মনসিংহ রেললাইনেও আগুন দেয়ার ঘটনা ঘটে। দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইল স্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দিলে তিনটি বগি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী।
রাত ১১টার দিকে চট্টগ্রামের খুলশীতে দুটি বাসে আগুন লাগানো হয়। এর আগে পাঁচলাইশ থানার বাদুরতলায় একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়। রাতে মহাসড়কের ঘোষেরহাট ও পল্লীবিদ্যুৎ এলাকায় এসব ঘটনা
ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।
ময়মনসিংহে মশাল মিছিল করেছে মহানগর ছাত্রদল। মিছিলটি নগরীর কেওয়াটখালি মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ বাইপাস সড়কে এসে শেষ হয়।
জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈলে পাথরবোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ভোরে এ ঘটনা ঘটে।
বগুড়া সদরের শাকপালায় রাতে রংপুরমুখী তামাক বাহী কনটেইনার লরিতে আগুন দেয়া হয়।
নারায়ণগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে মহানগর যুবদল। বের হয় ঝটিকা মিছিল। এদিকে, সিদ্ধিরগঞ্জে অবরোধ সমর্থনে মিছিলের পর নাশকতা চেষ্টার অভিযোগে জামায়াতের ১৬ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
অবরোধে মেহেরপুর থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ। ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কে মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবির। এছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলা ও উল্লাপাড়ায় অবরোধের সমর্থনে মিছিল করে জামায়েত ইসলামী।