অবরোধের শেষ দিনেও বিভিন্ন জেলায় বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ৭২ ঘন্টার অবরোধের শেষ দিনেও বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মহাসড়কে দূরপাল্লার গাড়ির সংখ্যা ছিলো কম।বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে টলহ দিচ্ছে পুলিশ, রেব ও বিজিবি। বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বিএনপি ও জামায়েত নেতাকর্মীদের।
নারায়ণগঞ্জে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর ও কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ৪ জনকে আটক করে।
অবরোধের সমর্থনে গাইবান্ধা শহরে মিছিল করে মহিলাদল ও যুবদল। এ সময় বেশ কয়েকটি অটোরিক্সা ভাঙচুর করা হয়।
অবোরোধের শেষ দিনেও স্থবির ছিল বন্দর নগরী চট্টগ্রাম। রাঙ্গুনিয়ায় একটি গাড়িতে আগুন ও দুটি গাড়ি ভাংচুর করা হয়। নয়াবাজার বিশ্বরোডে ঝটিকা মিছিল থেকে আরও কয়েকটি গাড়ি ভাংচুর করে অবোরোধ সমর্থকরা।
নেত্রকোনার কেন্দুয়ায় বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপির নেতাকর্মীরা।
সিলেটের ঢাকা-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জেলা বিএনপি। এ সময় যান চলাচলে বাঁধা এবং বিভিন্ন শ্লোগান দেয়া হয় মিছিল থেকে।
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করে কোতোয়ালি থানা বিএনপি। তবে ধাওয়া করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা। এসময় সিরতা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ মিয়াকে আটক করে পুলিশ।
বরিশালে মহানগরে বিক্ষোভ মিছিল ও গাড়ী ভাংচুর করেছে মহানগর বিএনপির একাংশ। চলন্ত বাস-ট্রাকে ইট পাটকেল ছুড়ে ভাংচুর চালানো হয়।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন ছিল কম। নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।
মুন্সীগঞ্জ শহরের জুবলী সড়কে জেলা যুবদলের নেতৃত্বে মিছিল বের হয়। এ সময় টায়ারে জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেয় দলীয় কর্মীরা।
সাতক্ষীরা থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল স্বাভাবিক ছিল। নাশকতার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজসহ বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ-এনায়েতপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্রদল। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
ফরিদপুরে বিছিন্ন দু’একটি ঘটনার মধ্যে দিয়ে ঢিলেঢালা অবরোধ চলছে। তবে অঞ্চলিক এবং মহাসড়কে পুলিশ পাহারায় গাড়ী চলতে দেখা গেছে।
৭২ ঘন্টা অবরোধে ঝিনাইদহে স্থানীয় ও দূরপাল্লার বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ।
এসএটিভি,নিউজডেস্ক ।