অবরোধের শেষ দিনে সারাদেশে বিক্ষিপ্ত সহিংসতা, পিকেটিং ও মিছিল
- আপডেট সময় : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৬ষ্ঠ দফায় টানা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনেও সারাদেশে চলছে বিক্ষিপ্ত সহিংসতা, পিকেটিং ও মিছিল। রাজশাহী ও কুষ্টিয়ায় বাসে এবং সিলেটে ট্রেনের বগিতে আগুন দেয়া হয়।
সকাল থেকে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও পিকেটিং হয়েছে।
কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিলে বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি আসন পড়ে গেছে। পরে ভস্মিভূত বগি রেখেই ট্রেন ছেড়ে আসে।
গাজীপুরের দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সড়কে মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রাত পৌনে ১০টার এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে এলোপাতাড়ি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
জামালপুরের জেলা যুবদলের আহ্বায়ক সজিব খানের নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে।জেলা যুবদলের নেতৃত্বে হরতাল ও কেন্দ্রীয় যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সাজা বাতিলসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া- ঢাকা মহাসড়কের বনানীতে বেরিকেড দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতা কর্মীরা। তারা পিকেটিং করে যানবাহন চলাচল আটকে দেয়। অপরদিকে, দ্বিতীয় বাইপাস সড়কে বিক্ষোভ করেছে জামাত নেতাকর্মীরা
যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণে ময়মনসিংহের বিক্ষোভ মিছিলটি নগরীর জিলা স্কুল থেকে শুরু হয়ে সানকিপাড়ায় গিয়ে শেষ হয়।
আ
বরিশালে মশাল মিছিল করেছে বিএনপি। মশাল মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনায় অবরোধ সমর্থনে সকালে ঝটিকা মিছিল করেছে খালিশপুর থানা যুবদল।
নাশকতাকারীদের ধরতে রাজবাড়ীতে ১৫ সদস্য বিশিষ্ট একটি স্পেশাল গ্রুপ গঠন করা হয়েছে।