অবরোধে অচল যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার অ্যাম্বাসেডর ব্রিজ
- আপডেট সময় : ০৮:২৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
FILE PHOTO: Truckers and their supporters carry flags as they continue blocking access to the Ambassador Bridge, which connects Detroit and Windsor, in protest against coronavirus disease (COVID-19) vaccine mandates, in Windsor, Ontario, Canada February 10, 2022. REUTERS/Carlos Osorio/File Photo
বিক্ষোভকারীদের অবরোধে অচল যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার অ্যাম্বাসেডর ব্রিজ। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশ জানায়, আইন অমান্য করলে অর্থদণ্ডের পাশাপাশি জব্দ করা হবে আন্দোলনকারীদের যানবাহনও।
উইন্ডসর প্রশাসন জানায়, সেতু অবরোধের কারণে প্রতিদিন ৫ কোটি ডলার ক্ষতি হচ্ছে। গত মাসে বাধ্যতামূলক টিকাগ্রহণ ও কোয়ারেন্টাইন বিধিমালা বিরোধী আন্দোলন শুরু করে কানাডার ট্রাক চালকরা। পরে, এতে যোগ দেয় অন্যান্য শ্রেণী-পেশার মানুষও। বিক্ষোভ রুখতে ও যানবাহনের অচলাবস্থা নিরসনে নেয়া হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা। এদিকে, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের পর এবার ফ্রান্সেও করোনাবিধির বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার সরকারি ভবন ঘেরাওয়ের পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। কিন্তু, পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এসময় আটক করা হয় অর্ধ-শতাধিক বিক্ষোভকারীকে। এছাড়াও, আইন অমান্যের অভিযোগে তিন শতাধিক মানুষকে জরিমানা করা হয়েছে।