অবশেষে ক্যাপিটল হামলায় উসকানির অভিযোগ থেকে অব্যহতি পেলেন ট্রাম্প
- আপডেট সময় : ০১:০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
অবশেষে ক্যাপিটল হামলায় উসকানির অভিযোগ থেকে অব্যহতি পেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোষী সাব্যস্ত করতে দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হলেও ১০ ভোট কম পড়ায় রেহাই পান তিনি।
শনিবার ভোটাভুটিতে অভিযোগ প্রমাণে ৬৭টি ভোটের প্রয়োজনী ছিল। ৫৭ জন সিনেটর ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে মত দেন। বিপক্ষে ভোট পড়ে ৪৩ টি। ৬ জানুয়ারি ক্যাপিটল হামলায় উসকানি দেয়ার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ১৭ জন রিপাবলিকানের সমর্থন প্রয়োজন হলেও ভোট পরে সাতটি।
নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প বিদায় নিলেও অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত হলে আবার প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ করার সুযোগ ছিল ডেমোক্র্যাটদের। তবে সিনেটের বিচারে রেহাই পাওয়ায় ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রার্থী হতে পারবেন তিনি। ক্যাপিটল হিলে হামলায় উসকানি দেয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ অভিশংসিত হন ট্রাম্প।