অবশেষে বঙ্গবন্ধু বিপিএলে হারের বৃত্ত ভাঙ্গলো কুমিল্লা ওয়ারিয়র্স
- আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
অবশেষে বঙ্গবন্ধু বিপিএলে হারের বৃত্ত ভাঙ্গলো কুমিল্লা ওয়ারিয়র্স। হাইভোল্টেজ ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে কুমিল্লা। ৩ উইকেটের জয়ে পে-অফের সম্ভাবনা জাগিয়ে রাখলো সৌম্য-সাব্বিররা। উদ্বাধনী জুটির ঝড়ে ৬ উইকেটে ১৫৯ রান করে চট্টগ্রাম। জবাবে মালানের ৭৪ রানে লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা।
শেষচার আগেই নিশ্চিত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। তাই কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নিয়মিত একাদশের অনেককেই বাইরে রেখেছে বন্দর নগরীর দলটি। এমন ম্যাচে মিরপুরের হোম অব ক্রিকেটে টস হেরে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম।
ইমরুল-মাহমুদউল্লাহদের অনুপস্থিতি এতটুকু বুঝতে দেন দুই ওপেনার লেন্ডন সিমন্স ও জুনায়েদ সিদ্দিকী। শুরু থেকেই কুমিল্লার বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালান এই দুই ব্যাটসম্যান। উদ্বোধনী জুটিতে ৬৯ বলে যোগ করেন ১০৩ রান। যার ৫৪ লেন্ডল সিমন্স আর ৪৫ রান জুনায়েদ সিদ্দিকীর
তবে, এই দুই ব্যাটসম্যানের আগ্রাসনের পাশে ম্লান চট্টগ্রামের অন্য ব্যাটসম্যানরা। যেখানে পরের ৫৬ রান তুলতেই সাজঘরে ফিরেছেন ৬ ব্যাটসম্যান। শেষ পর্যন্ত জিয়াউর রহমানের অপরাজিত ৩৪ রানে ১৫৯ রানের পূজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সৌম্য সরকার নেন দুই উইকেট।
জবাবে রবিউল ইসলাম ও স্টিয়ান ভ্যান জিল উদ্বোধনী জুটিতে যোগ করে ৩০ রান। যেখানে ১২ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান ভ্যান জিলের।
পরের ৯ রানের ব্যবধানে রবিউল ও সৌম্য সরকার বিদায় নিলে আবারো তীরে এসে তরী ডুবার সম্ভাবনা যাগে কুমিল্লার। যে সম্ভাবনাকে জোড়ালো করেছেলিন সাব্বির ও ডেভিড উইসা।
তবে, সেই পালে হাওয়া দেননি ডেভিড মালান। সাথে যোগ্য সঙ্গ, আবু হায়দার রনি। পরে ডেভিড মালানের বিদায়ে রোমাঞ্চ ছড়ালে ভূল করেননি মুজিবুর রহমান। শেষ ওভারের নাটকীয়তায় ৩ উইকেটের জয় পায় কুমিল্লা। ৫১ বলে ৭৪ রান করেন ডেভিড মালান। ৮ ম্যাচে ৩ জয়ে প্লে-অপের সম্ভাবনা জাগিয়ে রাখলো কুমিল্লা ওয়ারিয়র্স।