অবশেষে ব্যক্তি সহায়তায় চালু হলো সরকারি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ড
- আপডেট সময় : ০১:৪৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
অবশেষে ব্যক্তি সহায়তায় চালু হলো সরকারি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ওয়ার্ড। জেলা করোনা প্রতিরোধ কমিটি ও তিন ব্যক্তির সহায়তায় আইসিইউ ওয়ার্ডের ৮টি বেডে সেবা চালু করা হয়েছে। কম পরিসর হলেও, এতে খুশি জেলার মানুষ।
২৫০ শয্যা যশোর জেনারেল হাসপাতালে পাশের নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ অন্তত সাত জেলার মানুষ চিকিৎসা সেবা নিয়ে থাকেন। করোনা চিকিৎসায়ও হাসপাতালে ছুটে আসছেন ওইসব জেলার মানুষ। কিন্তু আইসিইউ ব্যবস্থা না থাকায় করোনা আক্রান্তদের জরুরি চিকিৎসার জন্য খুলনা ও ঢাকায় পাঠানো হতো রোগিদের। দাবি ওঠে আইসিইউ সেবা চালুর।
গত বছর জুনে এ হাসপাতালে আইসিইউ ওয়ার্ড তৈরির কার্যক্রম শুরু হয়। স্বাস্থ্য অধিদফতর ১০টি আইসিইউ বেড, আটটি ভেন্টিলেটর, পালস অক্সিমিটার, সেন্ট্রাল অক্সিজেন ডিপোসহ অন্যান্য জিনিসপত্র সরবরাহ করে। কিন্তু, মনিটর, সিরিঞ্জ, পাম্পসহ কিছু জিনিসের অভাবে সেবা চালু করা যাচ্ছিল না। পরে, স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির প্রস্তাবে জেলা পরিষদ চেয়ারম্যান, এসপি ও পৌর মেয়র আটটি বেড চালু করতে সহায়তা দেন।
রোগীর তুলনায় আটটি আইসিইউ বেড যথেষ্ঠ নয়। তবে কিছুটা হলেও স্বস্তিতে আছেন বলে জানায়, সংশ্লিষ্টরা। আইসিইউ সেবা চালু হওয়ায় খুশি ও স্বস্তি জানিয়েছে ভুক্তভোগীরা। জেলায় ২৩ মে পর্যন্ত ছ’হাজার ৬৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ছ’হাজার ৩১১জন আর মারা গেছেন ৭৭ জন।