অবশেষে স্যুয়ারেজ প্রকল্পের আওতায় আসছে বন্দর নগরী চট্টগ্রাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৬১ বার পড়া হয়েছে
অবশেষে স্যুয়ারেজ প্রকল্পের আওতায় আসছে বন্দর নগরী চট্টগ্রাম। সকালে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার মাধ্যমে প্রকল্পের সুচনা করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
এ উপলক্ষে নগরীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম ওয়াসার সঙ্গে মালয়েশিয়া ও বাংলাদেশের তিনটি যৌথ কোম্পানী প্রকল্পের পরামর্শক হিসেবে চুক্তিবদ্ধ হয়। প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৬ ভাগে বিভক্ত প্রকল্পটির প্রথম ভাগে ১১ টি ওয়ার্ডের ২০ লাখ মানুষ উপকৃত হবে পাশাপাশি কর্ণফূলী ও হালদা দুষণের হাত থেকে রক্ষা পাওয়াসহ নগরীর পরিবেশগত উন্নতি ঘটবে বলে জানায় ওয়াসা। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।