অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় ঘোষণা আজ

- আপডেট সময় : ১২:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় ঘোষণা আজ। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করবেন। বিকেল ৩টার দিকে বিচারক এ মামলার রায় ঘোষণা করতে পারেন।
করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় আদালত বন্ধ থাকার পরও মামলাটি দ্রুত সময়ের মধ্যে শেষ হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষে চার্জশিটভুক্ত ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দী, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এদিন ঠিক করেন বিচারক। এরই মধ্যে আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাজির করা হয়েছে আসামীদের। রায়ে আসামীদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও বাদীপক্ষের আইনজীবীরা। তবে, প্রতিপক্ষের আইনজীবীরা মনে করেন, আসামীদের অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে বাদীপক্ষ। এদিকে, আদালত চত্বরে মানববন্ধন করেছেন বরখাস্ত ওসি প্রদীপের নির্যাতনের শিকার মানুষজন। সোমবার সকাল ১০টায় জেলা জজ আদালতের সামনে টেকনাফের সাধারণ জনতা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।এ সময় তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান ভুক্তোভোগীরা