অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য বলছেন বিশ্লেষকরা
- আপডেট সময় : ০৮:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দেশের প্রয়োজনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। এর উপরেই দেশের অস্তিত্ব নির্ভর করছে বলেও জানিয়েছেন তারা।
ভার্চূয়াল এক বৈঠকে দৃশ্যমান ও অদৃশ্যমান নির্বাচনী সকল সংকট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। একই সঙ্গে বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেয়া হয়েছে।
প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন, সাংবিধানিক কাঠামো ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক অনলাইন আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক – সুজন।
এতে অংশগ্রহণ করেন সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। তারা রাজনৈতিক সংকট নিরসন এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচনে করণীয় তুলে ধরেন।
গণতন্ত্র ফিরে আনতে আগামী জাতীয় নির্বাচনে বড় দুটি রাজনৈতিক দলের অংশগ্রহণের তাগিদ দেন সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন।
দলীয় সরকারের অধীনে নিবাচন হলে, দেশে সমস্যা বাড়বে বলে মনে করেন সুজন সভাপতি এম হাফিজউদ্দিন খান।জনগণের অধিকার আদায় এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা জানান সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।