অবাধ, সুষ্ঠু নির্বাচনে কোনো কার্পণ্য করা হবে না : আমু
- আপডেট সময় : ০৮:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
সংবিধান সমুন্নত রেখে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিরোধী দলের যে কোনো শর্ত মেনে নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দলের অনুষ্ঠানে একথা জানান তিনি। অবাধ, সুষ্ঠু নির্বাচনে কোনো কার্পণ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া অভিযোগ করেন, মার্কিন সমর্থনে বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশের সাম্যবাদী দল।
অনুষ্ঠানে দীলিপ বড়ুয়া বলেন,একটি গোষ্ঠি বাঙালি জাতিকে সাম্প্রদায়িকতার আবরণে বিভক্ত করে ক্ষমতায় আসতে চায়। ,
সভায় ১৪ দল সমন্বয়ক আমীর হোসেন আমু বলেন, লাখো শহীদের রক্তার্জিত সংবিধান পরিবর্তন করে করে বিএনপি ক্ষমতা দখলের অপচেষ্টা করছে।
আগামী নির্বাচন সংবিধান অনুসারেই হবে জানিয়ে আমির হোসেন আমু বলেন, কোনো শক্তি সেই নির্বাচনকে বানচাল করতে পারবে না।