অবৈধ অস্ত্র ও গুলি প্রবেশরোধে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি
- আপডেট সময় : ০১:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্র ও গুলি প্রবেশরোধে সীমান্তে কঠোর নজরদারি বৃদ্ধির নির্দেশ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে অভিযান। পাশাপাশি নির্বাচনে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। জব্দ করতে বলা হয়েছে চোরাই ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।
তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সহিংসতা রোধে সরকারের এই কঠোর অবস্থান। রক্তপাতহীন ভোটগ্রহণে অবৈধ অস্ত্র উদ্ধারের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুই ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সহিংস ঘটনায় দেশি অস্ত্রের পাশাপাশি পিস্তল এবং রাইফেল ব্যবহার হয়েছে। এসব ঘটনায় ৫৯ জন মারা গেছেন, আহত হয়েছেন ১২শ’। এ পরিস্থিতিতে ৬৪ জেলার পুলিশ সুপার ও ইউনিটপ্রধানকে চিঠি দিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়। পরে সদর দপ্তরের নির্দেশে ১৫ নভেম্বর থেকে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে ২১ নভেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। এরই মধ্যে ফরিদপুর ও জামালপুরে বিপুল সংখ্যক দেশী অস্ত্র ও মোটরসাইকেল জব্দ হয়েছে।