অবৈধ কাজে বাধা দেয়ায় প্রাণ দিতে হলো ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে
- আপডেট সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কাঞ্চন বাহিনীর অবৈধ কাজে বাধা দেয়ায় প্রাণ দিতে হলো ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকিকে। গত রোরবার রাতে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন তিনি। ঘটনার পর আসামীদের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।এ ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।
১১জুলাই রাত ১০টার দিকে গাইবান্ধার পুরাতন বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিল ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি। হালিম বিড়ি ফ্যাক্টরি মোড়ে পৌঁছলে লুকিয়ে থাকা কাঞ্চন ও তার সহযোগীরা অতর্কিত হামলা এবং ধারালো ছুরি দিয়ে কোপায় রকিকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব পাড়ায় দাদন ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত কাঞ্চন এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত কয়েকমাস আগে ওই এলাকার তুষার নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পঙ্গু বানিয়ে দিয়েছে কাঞ্চন বাহিনী। ওই ঘটনার বিচার না হওয়ায় ছাত্রলীগ নেতা রকি হত্যাকাণ্ডের শিকার হন বলে দাবি করছে তুষার ও এলাকাবাসী।
দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড চালালেও কাঞ্চন বাহিনীর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানান, জেলা ছাত্রলীগ সভাপতি।
দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তা ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনের ঘোষনা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা।
এদিকে, আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। রকির পরিবারের পক্ষ থেকে চারজনের নামে ও অজ্ঞাত সাত/আট জনের বিরুদ্ধে মামলা হয়। আর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।