অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কোটি টাকা হাতিয়ে নেয়া তিন সাইবার অপরাধী গ্রেফতার

- আপডেট সময় : ০২:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে তিন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছেন রেবের জয়পুরহাট ক্যাম্প সদস্যরা।
সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেব-৫। বৃহস্পতিবার সন্ধ্যায় নজিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইটে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেনও করে আসছিল।
বিদেশিদের কাছ থেকে অবৈধভাবে ডলার কিনে টাকায় রূপান্তর করে কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠানো হতো। এভাবে তারা অন্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচায় চক্র তৈরি করে। এই লেনদেনে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারের জেরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার থেকে গ্রেফতার অভিযান চলে আজ সকাল পর্যন্ত। উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ওই ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ ও পরাজিত প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের সংঘর্ষে ৬ জন আহত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আটক করা হয় ৩৩ জনকে। পরে পুলিশের পক্ষ থেকে মামলা হলে ওই মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।