অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় অভিযান
- আপডেট সময় : ০৯:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।
সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি অবৈধ ক্লিনিক সিলগালা করে দেয়া হয়। আরো ৩টি ক্লিনিক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানু আরা খাতুন অভিযানে নেতৃত্ব দেন। অনুমোদন না থাকায় স্বদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ক্লিনিক এবং আমানত ক্লিনিক অ্যান্ড হসপিটালকে সিলগালা করা হয়। দি সিটি ক্লিনিককে ২০ হাজার, কমফোর্ট হাসাপাতালকে ৩০ হাজার ও ডিজি ল্যাবকে ৩০ হাজার টাকা জরিমানা করে ১৫ দিনের সময় দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গায় অবৈধ ক্লিনিক প্যাথলজির বিরুদ্ধে দুপুরে অভিযান চালিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। হাসপাতাল সড়কের তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ ৫ টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।