অবৈধ দখল, দোকান নির্মাণ ও বর্জ্য ফেলায় অস্তিত্ব সংকটে চাঁদপুরের ছেংগারচর খাল
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
অবৈধভাবে দখল, অপরিকল্পিত দোকান নির্মাণ ও বর্জ্য ফেলায় অস্তিত্ব সংকটে ভুগছে চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর খাল। পানিপ্রবাহ বন্ধ হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে প্রাচীন এই খালটি। ময়লার দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ। তবে দ্রুতই খাল খনন করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।
একসময় এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করতো। বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল এই খাল দিয়ে নিয়ে আসা হতো। ময়লা ফেলার জন্য পৌর কর্তৃপক্ষের নির্ধারিত স্থান না থাকা আর ব্যবসায়ীদের খামখেয়ালিতে খালটি এখন বিলুপ্তির পথে
এছাড়া অবৈধ দখলের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে খালটি। প্রবাহ দূরের কথা, সামান্য পানির সন্ধান পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষক। তাই দ্রুত খাল খননের মাধ্যমে পানি প্রবাহের ব্যবস্থার দাবি জানিয়েছে এলাকাবাসী।
মজা খালের আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। জন্ম নিচ্ছে মশা। স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি দিন দিন বাড়ছে।
খুব দ্রুতই খাল সংস্কার ও খনন করা হবে বলে জানায়, পৌর মেয়র।
খালে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট কাঠের সেতু। এছাড়া, খাল ভরাট করে কেউ কেউ রাস্তা ও বাগান তৈরি করেছে। সরজমিনে দেখে ব্যবস্থা নেবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।
সাধারণ কৃষকের কথা চিন্তা করে ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয়রা।