অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে : রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৬:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১৭০১ বার পড়া হয়েছে
অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। আর গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন করে সরকার দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। রাজধানীতে আলাদা গণসংযোগ ও লিফলেট বিতরণকালে একথা বলেন তারা। এদিকে নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টসহ সারাদেশে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা।
৭ জানুয়ারীর ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গনসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি ও সমমনা দল ও জোট। গুলশান-২ নম্বরে পিংক সিটি এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নেতাকর্মীসহ জনগণকে অবৈধ নির্বাচন রুখে দেয়ার আহ্বান জানান তিনি। কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে লিফলেট বিতরণ করে গণঅধিকার পরিষদ। কাকরাইল মোড়ে গনসংযোগপূর্ব সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ।
সমাবেশে মাইক ব্যবহারে নির্বাচন কমিশনের নিষেধ থাকায়, বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের সাথে বাগবিতন্ডায় জড়ায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। তারা বলেন, ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে সরকার যে নির্বাচন করতে যাচ্ছে, তা জনগণকে সাথে নিয়েই প্রতিহত করা হবে। নির্বাচন বাতিলের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সুপ্রিম কোর্টে বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা আদালত বর্জন কর্মসূচি পালন করেন। ৯টা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিপুল সংখ্যক আইনজীবী অবস্থান নেন। ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন কার্যক্রম চলবে বলে জানান তারা।