অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
- আপডেট সময় : ০২:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে শুনানি শুরু হয়। সাক্ষ্যগ্রহণের শুনানিতে প্রদীপ কুমার দাশকে কাশিমপুর থেকে চট্টগ্রাম আদালতে নেয়া হয়।
২৬ জুলাই দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এই মামলায় অভিযোগপত্র দাখিল করেন। গেলো বছরের ১ সেপ্টেম্বর অভিযোগপত্রের ওপর শুনানি হয়। ২৯ জুন দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দেন। পরে গত ২০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিনের করা আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলাটির এজাহারে উল্লিখিত সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন। এই মামলার অপর আসামী প্রদীপের স্ত্রী। প্রদীপ কুমার দাশ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী।