অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ওসি প্রদীপের জামিন না মঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন না মঞ্জুর করেছে চট্টগ্রামের আদালত।
দুপুরে চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালত শুনানী শেষে জামিন না-মঞ্জুরের আদেশ দেন। গত বছরের ২৩ আগষ্ট প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দু’দক। এই মামলায় গত ১৪ সেপ্টেম্বর প্রদীপকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় আদালত। দু’দকের আইনজীবী জানান, প্রদীপ দাশ ও তার স্ত্রী যোগসাজশে ৩ কোটি ৯৫ টাকা পাচার করেছে। এছাড়া ১৩ লাখ ১৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জনের তথ্য গোপন করেছে। শুনানীতে প্রদীপের আইনজীবীরা তার জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে আপত্তি জানায়।