অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় রাজধানীর হোটেলে নিয়ে নারী চিকিৎসক জান্নাতুল খুন
- আপডেট সময় : ০১:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
একাধিক নারীর সাথে পরোকীয়ার সম্পর্ক জেনে যাওয়ায় চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকাকে পরিকল্পিতভাবে হত্যা করে স্বামী রেজাউল করিম। রেব জানায়, ২ বছর আগে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন তারা। কয়েকমাসে আগে রেজার একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক জেনে গেলেই দুজনের সম্পর্কের অবনতি ঘটে। রেব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেবের পরিচালক খন্দকার আল মঈন।
বুধবার রাতে রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওইদিন রাতেই নিহতের বাবা কলাবাগান থানায় হত্যা মামলা দায়েরের পর অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার চট্রগ্রামের মুরাদনগর থেকে ঘাতক স্বামী রেজাউল করিমকে গ্রেপ্তার করে রেব। ২০১৯ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর ২০২০ সালে পরিবারের অমতে বিয়ে করে তারা। পরোকীয়াসহ নানা ইস্যূতে সম্প্রতি তাদের সম্পর্কে সংকট দেখা দেয় বলে জানায় রেব।
সংবাদ সম্মেলনে রেব আরো জানায়, নারী কেলেঙ্কারীর ঘটনায় ২০১৮ সালে একটি ব্যাংক থেকে চাকরি যায় রেজাউলের। নারীদের সাথে সম্পর্ক নিয়ে ঝগড়ার জেরে পরিকল্পিতভাবে ভিকটিমকে জন্মদিন পালনের কথা বলে হোটেলে নিয়ে যায় রেজা। প্রাথমিকভাবে জানা যায়, রেজা কয়েকদিন ধরেই হত্যার জন্য ব্যাগে ছুরি বহন করছিল।
নিরাপত্তা নিশ্চিতে আবাসিক হোটেলের বর্ডারদের পরিচয় শনাক্তের ওপর জোর দেন রেব কর্মকর্তা।