অভিবাসনপ্রত্যাশীদের ঢল সামলাতে রীতিমতো দিশেহারা ইতালির সরকার
- আপডেট সময় : ০৩:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮২২ বার পড়া হয়েছে
অভিবাসনপ্রত্যাশীদের ঢল সামলাতে রীতিমতো দিশেহারা ইতালির সরকার। সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হাজার হাজার আশ্রয়প্রার্থীর প্রবেশের জেরে এ সংকট দেখা দিয়েছে। ৭ হাজার বাসিন্দার ছোট্টদ্বীপ ল্যাম্পেদুসায় গত এক সপ্তাহে প্রবেশ করেছে ১০ হাজারের বেশি মানুষ। বাধ্য হয়েই তাদের সিসিলি দ্বীপে সরিয়ে নিচ্ছে প্রশাসন।
ধারণক্ষমতার কয়েকগুণ বেশি অভিবাসীকে রাখা হচ্ছে আশ্রয়কেন্দ্রে। বিপুল সংখ্যক মানুষের খাবার, পানি, আশ্রয় ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে হিমশিম অবস্থা স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। তৈরি হয়েছে তীব্র মানবিক সংকট। এমন পরিস্থিতিতে অনেক অভিবাসন প্রত্যাশীর মধ্যেই অপরাধ প্রবণতা দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আশ্রয়প্রার্থীদের প্রবেশ বন্ধে চলছে স্থানীয়দের বিক্ষোভ। পরিস্থিতি মোকাবিলায় মেলোনি প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা। এ বছর এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে ইতালিতে। যা গত বছরের তুলনায়
দ্বিগুণ।