অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা থেকে বাংলাদেশীসহ ৩৯৪ জন উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা থেকে বাংলাদেশীসহ ৩৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
রোববার রাতে ভূমধ্যসাগরে বিপজ্জনকভাবে উপচে পড়া কাঠের নৌকা থেকে জার্মানি এবং ফ্রান্সের দু’টি দাতব্য উদ্ধারকারী জাহাজ ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশ, মরক্কো, মিসর এবং সিরিয়ার নাগরিক। জার্মানি এবং ফ্রান্সের বেসরকারি সংস্থা সি-ওয়াচ-থ্রি ভূমধ্যসাগরে ওই অভিযানের নেতৃত্ব দেয়।