অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনের মত চলছে অভিযান
- আপডেট সময় : ০৬:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ এর লঞ্চে আগুনের ঘটনায় নিখোঁজদের সন্ধানে চতুর্থ দিনের মত অভিযান চলছে। সোমবার সকালে আগুনে দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই ব্যক্তির পেটে পোড়া দাগ ছিল বলে জানায় পুলিশ।এদিকে এখনও নদীর পারে নিখোঁজ স্বজনের খোঁজে অনেকেই।
শুক্রবার ঢাকা-বরগুনার নৌপথের লঞ্চ অভিযান ১০ পুড়ে যায়। প্রাণ বাঁচাতে অনেকে ঝাঁপ দেন সুগন্ধ নদীতে। মরদেহ উদ্ধার অভিযান স্থগিত হওয়ার পর সোমবার সকাল থেকে শুরু হয় নিখোঁজদের সন্ধান। দুর্ঘটনা কবলিত সুগন্ধা নদীর দিয়াকুলসহ আশপাশের ১০ কিলোমিটার এলাকা জুড়ে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ভক্সপপ: নিখোঁজের স্বজন।
তিনদিন পর সোমবার সকালে বিষখালী নদীর সদর উপজেলার কিস্তাকাঠি এলাকায়
সোমবার সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহে লঞ্চঘাট এলাকার কন্ট্রোলরুমে কাজ চলছে, জানালেন পুলিশ কর্মকর্তা।
এদিকে পুড়ে যাওয়া এমভি অভিযান লঞ্চ পরিদর্শন করেন বেসরকারিভাবে তিন সদস্যের অগ্নিকাণ্ড বিশেষজ্ঞ দল। আগুনের কারণ উদঘাটন হলেও সে তথ্য দেননি তারা।
গেল শুক্রবার মধ্যরাতে সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ জনের।