অমর একুশের গ্রন্থমেলায় ঢল সর্বস্তরের মানুষের
- আপডেট সময় : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর অমর একুশের গ্রন্থমেলায় ঢল নামে সর্বস্তরের মানুষের। বাংলা বর্ণমালা খচিত সাদা-কালো শোকের পোশাকে বইমেলায় ঘুরে বেড়ান তারা। ভাষা-শহীদদের ত্যাগকে স্মরণ করে বাংলাকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যাশা সবার। নতুন প্রজন্ম চান- প্রাণের মেলবন্ধন আর ইতিহাসের ধারক হয়ে উঠুক একুশে বইমেলা।
আটই ফালগুনের পাতা ঝরা দিনটি শোকের, একই সাথে গর্বেরও। তাই শহীদ মিনার আর আজিমপুর গোরস্থানে শ্রদ্ধা জানিয়ে মানুষের ভিড় বইমেলা প্রাঙ্গনে। বসনে ভূষণে একুশের চিত্র। জমজমাট পাঠকের উপস্থিতিতে বদলে যায় বইমেলার রঙ। ছুটির দিনের সঙ্গে মিলেছে মায়ের ভাষার প্রতি অনুরাগ আর একুশের দীপ্তিময় চেতনা। একুশ ছাড়া বইমেলার পূর্ণতা নেই। তাইতো বছরজুড়ে তালিকা করে রাখা পছন্দের বই কিনতে পেরে খুশি বইপ্রেমীরা। মেলায় তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকদের সাথে এসে বই কেনা ও লেখার আগ্রহের কথা জানায় শিশু-কিশোররাও।
ভাষা শহীদদের আত্মত্যাগের কাহিনী তরুণ প্রজন্মকে জানাতে আরো বেশি সাহিত্য প্রকাশের আহ্বান জানান অনেকে। বলেন, সাহিত্যেই ফুটে ওঠে ভাষার সৌন্দর্য্য। ভিনদেশী ভাষা ও সংস্কৃতির প্রভাবে বাংলা যাতে হারিয়ে না যায়–সেই আহবান লেখকদের। একুশের পর মেলার শেষ সপ্তায় উপস্থিতি কমলেও বেচাবিক্রি নিয়ে আশাবাদী লেখক ও প্রকাশকরা। সামনের বছরগুলোতে বইমেলা আরো বেশি জমজমাট ও আন্তর্জাতিক মানের হয়ে উঠবে বলে প্রত্যাশা সবার।