অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ

- আপডেট সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
অমর একুশে গ্রন্থমেলা শেষ হচ্ছে আজ। মেলার শেষ শুক্রবার ছুটির দিনে পাঠক-লেখক ও দর্শনার্থীর ভীড়ে তিল ধারণের ঠাঁই ছিলো না গ্রন্থমেলা প্রাঙ্গণে। বিদায় ক্ষণে পূর্ণতা পাওয়া বাঙালির প্রাণের মেলায় তালিকা ধরে প্রয়োজনীয় বই কিনছেন পাঠকরা। এতে খুশি প্রকাশকরাও। তবে বইয়ের সংখ্যা বাড়ানোর চেয়ে, মান বাড়ানোর তাগিদ বইপ্রেমীদের।
ভাষার মাস ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাঙালির প্রাণের অমর একুশে গ্রন্থমেলা শুরুতে পাঠক-দর্শনার্থীর উপস্থিতি কম থাকলেও বিদায় ক্ষণে পেয়েছে তার পূর্ণতা। গ্রন্থমেলার ২৭তম দিন মেলার শেষ শুক্রবার, ছুটির দিনে শিশুপ্রহর-শেষে বিকেল গড়াতেই প্রবেশ পথে বাড়তে থাকে পাঠক-দর্শনার্থীর ভিড়। এরপর সময় গড়ানোর সাথে সাথে ক্রেতা-দর্শনার্থী ও পাঠক-লেখকদের ভীড়ে মেলা প্রাঙ্গনে আর তিল ধারণের ঠাঁই ছিলোনা। মেলার শেষ মুহুর্তে পাঠক-দর্শনার্থীদের এই সাড়ায় সন্তুষ্ট লেখক-প্রকাশকরাও। ভাষা শহীদের স্মৃতির প্রতি নিবেদিত গ্রন্থমেলা এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উৎসর্গ করা হয়েছে। তাই মেলায় তার জীবন ও কর্ম সম্পর্কিত বইয়ের প্রকাশ ছিলো চোখে পড়ার মতো। পাশাপাশি গল্প-কবিতা-উপন্যাসসহ নানা ধরনের প্রচুর বইও প্রকাশ পেয়েছে মেলায়।
এবারের গ্রন্থমেলায় শুক্রবার পর্যন্ত প্রায় ৫ হাজারের মতো নতুন বই প্রকাশিত হয়েছে। তবে অনানুষ্ঠানিকভাবে প্রকাশিত বইয়ের সংখ্যা আরো বেশি। পাশাপাশি পাঠক নন্দিত পুরনো অনেক বইয়ের নতুন সংস্করণও এসেছে বিভিন্ন স্টলে। এসব বই নিয়েও প্রচুর আগ্রহ রয়েছে পাঠক-দর্শনার্থীদের। মেলায় শেষ মুহুর্তেও প্রকাশিত হচ্ছে নবীন-প্রবীণ লেখকদের নতুন নতুন বই। তবে নতুন প্রজন্মকে আরো বেশি বইমুখী করতে বই প্রকাশের সংখ্যার চেয়ে সেগুলোর মান বৃদ্ধিতে সচেষ্ট হতে লেখক-প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়েছেন বইপ্রেমীরা।