অমর একুশে গ্রন্হমেলার আজ ছিলো শেষ দিন
- আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
অমর একুশে গ্রন্হমেলার শেষদিনেও ছিলো না ক্রেতাদের তেমন উপস্থিতি। মহামারি করোনা সংক্রমনের আশঙ্কায় শুরু থেকেই জমে ওঠেনি এই মেলা। এ বছর মেলায় ২ হাজার ৬৪০টি নতুন বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।
বাঙ্গালী ঐতিহ্যের প্রাণের মেলা ওমন একুশে গ্রন্হমেলা।
বছর ঘুরে এ মেলার অপেক্ষায় থাকে নতুন-পুরাতন লেখক, পাঠক ও প্রকাশকরা।
বিগত একবছরের বেশী সময় ধরে করোনা সংক্রমণে মুজিব জন্মশতবর্ষকে সমনে রেখে এবারের মেলা ১৭ মার্চ শুরু হয়ে ১২ মার্চ পর্যন্ত চলে ২৭ দিন। তবে করোনার কারণে মেলার সময়সূচিও পরিবর্তন করা হয় কয়েকদফা। ১২টা থেকে মেলা উন্মুক্ত করে চলে বিকেল ৫ টা পর্যন্ত।
শেষ দিনেও মেলায় ক্রেতা ও দর্শণার্থীদের উপস্থিতি ছিলো অনেকটাই শূন্য। তবে, মেলায় এসে এই শিশু জানান তার অনুভূতির কথা।
মুজিব জন্মশতবর্ষের এই মেলায় সবচে বেশী পাঠক প্রিয়তা অর্জন করে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্হগুলো-এমনটাই জানান বিক্রেতারা।
করোনা মহামারিতে ক্রেতা কম হওয়ায় লোকসান গুনতে হবে বিক্রেতাদের ।
করোনা পরিস্থিতিতে মেলার সময় বাড়ানোর বিষয়ে মতামত দেন কেউ কেউ।
মেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকতে দেখা গেছে।
বাঙ্গালী জাতির ইতিহাস ও ঐতিহ্যের এই মেলা আগামীতে হবে করোনা মুক্ত-এমন প্রত্যাশা বই মেলা সংশ্লিষ্টদের।