অমর একুশে বইমেলায় গতবারের মতো এবারও হয়নি ‘শিশু প্রহর’
- আপডেট সময় : ০৮:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনার কারণে অমর একুশে বইমেলায় গতবারের মতো এবারও হয়নি ‘শিশু প্রহর’। তবুও ছুটির দিনে সকাল থেকেই শিশুদের পদচারণায় জমজমাট ছিল শিশু চত্বর ও মেলাপ্রাঙ্গন। অভিভাবকদের সঙ্গে দল বেঁধে মেলায় আসে নানা বয়সের শিশু-কিশোররা। মেলায় এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে পছন্দের কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, গণিতের মজার খেলা ও ছড়ার বই দেখে আনন্দে সময় কাটায় শিশুরা।
বেশ কয়েক বছর ধরে মাসব্যাপী বইমেলার প্রতি শুক্রবার প্রথম প্রহরে ‘শিশু প্রহর’ পালন করা হয়। শিশু-কিশোররাও মেতে ওঠে নানা বই বাছাইয়ে। তবে এবার সেসব না থাকায় কিছুটা মন খারাপ তাদের।
এদিকে ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস গড়তে ও সাংস্কৃতিক মনন তৈরি করতে বইমেলায় স্বাস্থ্যবিধি মেনে শিশুদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেয়ার কথা বলছেন অভিভাবকরা।
চতুর্থ দিনের অমর একুশে গ্রন্থমেলায় বেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণা। বিক্রেতারা বলছেন, বেড়েছে বই বিক্রিও।
এবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা।