অমিক্রনের বিরুদ্ধে সুরক্ষায় বাড়তি টিকার প্রয়োজন আছে কি না, তা এখনো স্পষ্ট নয়
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
করোনার নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে সুরক্ষায় বাড়তি টিকার প্রয়োজন আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এ কথা জানিয়ে বিশ্বের ধনী দেশগুলোকে টিকা মজুত না করার আহ্বান জানিয়েছে। সংস্থাটির টিকা পরামর্শক কেট ও ব্রায়েন সতর্ক করে বলেন, টিকার বাড়তি ডোজের প্রয়োজনীয়তা নিয়ে যথাযথ প্রমাণ না মেলা পর্যন্ত তা মজুত করার পেছনে ছুটলে তাতে বিশ্বজুড়ে বিদ্যমান টিকাবৈষম্য আরও প্রকট হবে।